হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী

| শনিবার , ২১ মে, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৫টায় নগরীর মোমিন রোডস্থ বাংলাদেশ হিন্দু ফাউণ্ডেশন মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত। স্বাগত বক্তব্য রাখেন ঐক্য পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ।

অনুষ্ঠানে ঐক্য পরিষদ নেতৃবৃন্দ বলেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের মিলিত রক্ত স্রোতে এ দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় রাষ্ট্র ধর্ম ছিল না। দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। বাঙালি জাতীয়তাবাদী চেতনায় বঙ্গবন্ধুর ডাকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। রাষ্ট্র ধর্ম আইন পাশ করার মাধ্যমে বাঙালি জাতি সত্ত্বাকে বিভক্ত করার ষড়যন্ত্র হয়েছে। সংবিধানের অষ্টম সংশোধনীতে রাষ্ট্র ধর্ম ইসলাম পাশ করার মধ্য দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তিন সম্প্রদায়ের সমঅধিকার খর্ব করা হয়েছে। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগ সরকার। সরকারের কাছে ’৭২ এর সংবিধান পুনপ্রতিষ্ঠার এ দাবি জানিয়েছেন ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।

চট্টগ্রাম মহানগর যুব ঐক্য পরিষদ শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুবেল পালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইন্দু নন্দন দত্ত, ট্রাস্টি উত্তম কুমার শর্মা, দীপংকর চৌধুরী কাজল, দুলাল চৌধুরী, চসিক কাউন্সিলর রুমকি সেনগুপ্তা, মতিলাল দেওয়ানজী, সুকান্ত দত্ত, সুমন কান্তি দে, বিশ্বজিৎ পালিত, বিকাশ মজুমদার, ডা. তপন দাশ, কৃষ্ণ কান্ত ধর, অলক দাশ, মৃদুল কান্তি চৌধুরী, বাসুদেব গুপ্ত, কল্লোল চৌধুরী, রিপন সিং, খোকন দাশ, রতন চৌধুরী, বাবুল দে, মিনু রানী দে, বিজয় কৃষ্ণ দাশ, প্রণব রাজ বড়ুয়া, সিজার বড়ুয়া, টিংকু চক্রবর্তী, সঞ্চীব দেব সুমু, গোপাল দাশ টিপু, শেলী বড়ুয়া, অপর্ণা বিশ্বাস, অমিত পালিত, সীমান্ত দত্ত রিজু, হৃদয় বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহাকাশ বিজ্ঞানী এ এম চৌধুরী আর নেই
পরবর্তী নিবন্ধচন্দনাইশে কলেজ শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা