মহাকাশ বিজ্ঞানী এ এম চৌধুরী আর নেই

| শনিবার , ২১ মে, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

মহাকাশ বিজ্ঞানী ও দুর্যোগ পূর্বাভাস বিশেষজ্ঞ ড. এ এম চৌধুরী মারা গেছেন; তার বয়স হয়েছিল ৮১ বছর। ঢাকার ধানমণ্ডিতে নিজ বাসভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এটুআই (এসপায়ার টু ইনোভেইট)। খবর বিডিনিউজের।
এতে জানানো হয়, শনিবার বাদ আসর ধানমণ্ডি ১২/এ রোডের তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
রোজ প্যাটেল থিওরির প্রবক্তা এ এম চৌধুরী নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী অধ্যাপক আব্দুস সালামের সঙ্গে কাজ করেছেন। গাণিতিক পদ্ধতিতে দুর্যোগের পূর্বাভাস নিয়ে তিনি কাজ করেছেন দীর্ঘদিন। ঘূর্ণিঝড়ের ভবিষ্যদ্বাণীতে অবদানের জন্য বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্রের সাবেক এই চেয়ারম্যান ১৯৯৮ সালে ‘স্বাধীনতা পদক’ পান।

পূর্ববর্তী নিবন্ধবদিউল আলম
পরবর্তী নিবন্ধহিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী