হালিশহর-পতেঙ্গা ইলেকট্রনিক্স দোকান মালিক কল্যাণ সমিতির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে দক্ষিণ হালিশহর সিমেন্ট ক্রসিংয়ের রেইনবো কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি মো. জামাল হোসেনের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক হাসান ইমাম মনি ও যুগ্ম সম্পাদক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এম এ লতিফ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি সালেহ আহমদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর ও সিডিএ বোর্ড সদস্য জিয়াউল হক সুমন, ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, ইপিজেড থানা ওসি (তদন্ত) নুরুল বাশার।
সভায় এমপি লতিফ পতেঙ্গা-হালিশহর ইলেট্রনিক্স দোকান সমিতির সমৃদ্ধি কামনা করে বলেন, একটি পরিবারে অনেক ধরনের লোক থাকেন, তবুও পরিবারের সবাইকে নিয়ে চলতে হয়। সে রকম এই সংগঠনটিও একটি পরিবারের মতো। সবাই মিলেই সামনে আমরা কাজ করবো। এমপি আরও বলেন, তথ্য প্রযুক্তি সেক্টরে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে স্বপ্ন থেকে বাস্তবতায় পরিণত হয়েছে ডিজিটাল বাংলাদেশ। প্রধান বক্তা সালেহ আহমদ সোলায়মান দেশ ও দশের কল্যাণে এই সংগঠনকে কাজ করার আহ্বান জানান। সমিতির সভাপতি এ ধরনের আয়োজনে যারা শ্রম দিয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। আরো বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, মো. আনোয়ার, মো. সেলিম প্রমুখ। পরে অতিথিবৃন্দ সকলকে সাথে নিয়ে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন।