অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ

আটক ৫ সিএনজি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩১ ডিসেম্বর, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকার রেল লাইনের পাশে গড়ে উঠা একটি অবৈধ সিএনজি অটোরিকশার স্ট্যান্ড উচ্ছেদ করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ। এছাড়া রুট পারমিটের শর্ত ভঙ্গ করে শহরে প্রবেশের দায়ে ৫টি গ্রাম সিএনজি অটোরিকশা ও ২টি ব্যাটারি চালিত রিকশা আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ট্রাফিক-উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মমতাজ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন টিআই (প্রশাসন-উত্তর) মো. সেলিমুর রহমান।
সহকারী পুলিশ কমিশনার মমতাজ উদ্দিন বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাউজান, রাঙ্গুনিয়া ও বোয়ালখালী থেকে কিছু কিছু গ্রাম সিএনজি ও ব্যাটারি রিকশা শহরে প্রবেশ করে কাপ্তাই রাস্তার মাথা ও আশপাশে অবৈধভাবে স্ট্যান্ড গড়ে তুলেছে। ফলে রেললাইনসহ আশপাশের সড়কে সব সময় যানজট লেগে থাকে। তাই আমরা অভিযান চালিয়ে ওই সিএনজি স্ট্যান্ডটি উচ্ছেদ করেছি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর-পতেঙ্গা ইলেকট্রনিক্স দোকান সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধকুমিল্লায় এক ঘণ্টা আটকা ছিল সোনার বাংলা এক্সপ্রেস