হালদা রক্ষায় সচেতন হতে হবে

| শনিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৪২ পূর্বাহ্ণ

দেশের অন্যতম প্রধান প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বললেই প্রথমে নাম আসে চট্টগ্রামের ‘হালদা নদী’র নাম। কিন্তু বিভিন্ন কারণে এটির উপস্থিতি আজ হুমকির মুখে পড়েছে। নদী থেকে বালি উত্তোলন, নদীতে জালের ব্যবহার, কলকারখানার দূষিত পানি নদীতে প্রবেশ, নদী তীরের মানুষের অসচেতনতার কারণে এটি আজ হুমকির মুখে। অথচ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই চারটি কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছিল ২০১৮ সালে। কিন্তু সে নিয়ম মানা হচ্ছে কোথায়? পরিণামে হালদা নদীতে মারা যাচ্ছে মা মাছ এবং ডলফিন। একটি পরিসংখ্যান অনুযায়ী ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ডলফিন মারা গেছে ৩৩টি মৃত মা মাছ উদ্ধার করা হয়েছে ১০টি যা জীববৈচিত্র্যের জন্য চরম হুমকিস্বরূপ। এ ব্যাপারে যদি এখন থেকে সচেতন হওয়া না যায় তবে কালের বিবর্তনে হালদা নদীর অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না।

জয়দেব ভট্টাচার্য্য
দক্ষিণ কাট্টলী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধগৌরীশঙ্কর ভট্টাচার্য : লেখক ও সমাজ সংস্কারক
পরবর্তী নিবন্ধমানব পাচার বন্ধ করা জরুরি