হাটহাজারীতে ৬শ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৯ এপ্রিল, ২০২৪ at ৭:৩৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গতকাল বৃহস্পতিবার ২০২৩২৪ অর্থবছরে খরিফ১ মৌসুমে আউশ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় ৬শ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই প্রণোদনার আওতায় প্রতি জন কৃষকের মাঝে প্রতি ১ বিঘা জমির জন্য উন্নত জাতের ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান, পৌর প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী, প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকতা আল মামুন সিকদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুজন কানুনগো প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের রাজনীতি ও ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ ছিলেন দস্তগীর চৌধুরী