হাটহাজারীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে বিদ্যুতায়ন উদ্বোধন

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১১:৫৪ পূর্বাহ্ণ

শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ- এ শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর উদ্যোগে হাটহাজারী-২ (গড়দুয়ারা) এ ৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত উপকেন্দ্রের বিদ্যুতায়ন উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। গতকাল শনিবার দুপুরে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের কামদর আলী চৌধুরী হাট বাজারে উপকেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুৎ হাটহাজারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জহিরুল ইসলাম। সাবেক ছাত্রলীগ নেতা তারিকুল কালাম তুহিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুছ গনি, হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার।
উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা মোহাম্মদ ফারুক, পল্লী বিদ্যুৎ পরিচালক নুরুল আবছার, গড়দুয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহসিন তালুকদার, সাধারণ সম্পাদক এনাম চৌধুরী, ডা. শামশুল আলম, আহম্মদ কবির, নুরুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনাট্য চর্চার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি
পরবর্তী নিবন্ধদেশকে এগিয়ে নিতে যুব সমাজের ভূমিকা অপরিহার্য