দেশকে এগিয়ে নিতে যুব সমাজের ভূমিকা অপরিহার্য

ঢেমশা উচ্চ বিদ্যালয়ে ৯৮-৯৯ ব্যাচের অনুষ্ঠানে আবু সুফিয়ান

| রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১১:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শিক্ষা, সংস্কৃতি ও অবকাঠামোসহ সবক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে। দেশ-বিদেশে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি। দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরাও পারি। বাংলাদেশ সক্ষম জাতি হিসেবে বিশ্বের সমীহ আদায় করতে পেরেছে। সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে সন্ত্রাস দমনে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে সরকারের কার্যকরী পদক্ষেপ দেশ বিদেশে প্রশংসিত হচ্ছে। মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী লগ্নে এসব ক্ষেত্রে আমাদের যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন ও দেশকে এগিয়ে নিতে যুব সমাজের ভূমিকা অপরিহার্য।
তিনি গত বুধবার দুপুরে সাতকানিয়ার ঢেমশা উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ ও ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের মহামিলন ও চড়ুইভাতি উপলক্ষে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উৎসবের আহ্বায়ক খালেদ হোসেনের সভাপতিত্বে ও সুলতান মাহমুদের সঞ্চলনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢেমশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার, সহকারী প্রধান শিক্ষক অমল কান্তি বড়ুয়া, রেক্টর শিক্ষক শশী ভূষণ বড়ুয়া, তৌহিদুল আনোয়ার, আসাদুজ্জামান জনি, ওসমান গণি, জুয়েল দাশ, ওমর ফারুক, মো. সাইফুদ্দিন, হাসান মুরাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে বিদ্যুতায়ন উদ্বোধন
পরবর্তী নিবন্ধআঞ্জুমানে বারীয়া মুনিরীয়া আহমদিয়ার মাহফিল