নাট্য চর্চার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি

অনলাইন বাংলা বইমেলার সেমিনারে বক্তারা

| রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১১:৫৩ পূর্বাহ্ণ

নাটক সমাজ পরিবর্তনের বড় হাতিয়ার। সাহিত্যের অন্য শাখার চেয়ে নাটক বেশি শক্তিশালী। তবে নাটকের চর্চা খুব বেশি নয়। চট্টগ্রামের নাট্যাঙ্গনে অনেক সংকট থাকা সত্বেও নাট্যকর্মীরা এগিয়ে যাচ্ছেন। নাট্য চর্চার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি। চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপি অনলাইন বাংলা বইমেলার গতকাল শনিবার ১৯তম দিনে ‘চট্টগ্রামে নাট্য সাহিত্য ও নাট্য চর্চা’ শীর্ষক সেমিনারে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন।
নাট্যজন রবিউল আলমের সভাপতিত্বে সেমিনারে মূল আলোচক ছিলেন অধ্যাপক সনজীব বড়ুয়া, স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, ধন্যবাদ বক্তব্য দেন অনলাইন বাংলা বইমেলা পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফ।
শিশুসাহিত্যিক সৌরভ সাখাওয়াতের সঞ্চালনায় সেমিনারে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি সুজন বড়ুয়া, বিপুল বড়ুয়া, অরুণ শীল, উৎপলকান্তি বড়ুয়া, প্রফেসর রীতা দত্ত, সাংবাদিক শুকলাল দাশ, সংগঠক এম কামাল উদ্দিন, মুহাম্মদ মহসীন চৌধুরী, রফিক আহমদ খান, তসলিম খাঁ, অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, ফারজানা রহমান শিমু, সৈয়দা সেলিমা আক্তার, শিপ্রা দাশ, নান্টু কুমার দাশ, সৌভিক চৌধুরী, অধ্যাপক পিন্টু দাশ, নাসিমা আক্তার রীনা, জয়তুন্নেসা জেবু, এস এম আবদুল আজিজ শিবু কান্তি দাশ প্রমুখ। খবর বিজ্ঞপ্তির

পূর্ববর্তী নিবন্ধভোট ডাকাতির সংস্কৃতি সৃষ্টি করেছে আওয়ামী লীগ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে বিদ্যুতায়ন উদ্বোধন