হকার সংবাদপত্রের অপরিহার্য অংশ

চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের দ্বি-বার্ষিক অধিবেশনে আজাদী সম্পাদক

| বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৫:৪৪ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, সংবাদপত্রকে বছরের ৩৫০ দিনই মানুষের প্রত্যাশা পূরণ করতে হয়। সুখে-দুঃখে পাশে থাকতে হয়। সত্যনিষ্ঠ খবর দিয়ে পাঠকের মন জয় করতে হয়। চট্টগ্রামের জনগণের আস্থা অর্জন করেই আজাদী জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের (চসহই) দ্বি-বার্ষিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে আজাদী সম্পাদক এ কথা বলেন।
তিনি আরও বলেন, চট্টগ্রামের গণমানুষের দৈনন্দিন সমস্যাসমূহ সংবাদপত্রে প্রকাশের মাধ্যমে দৈনিক আজাদী মানুষের হৃদয় ছুঁয়েছে। সব সময় সুখ-দুঃখের সাথে আছে সংবাদপত্র। প্রতিদিনই নতুন নতুন খবর দিয়ে সংবাদপত্রকে সুশোভিত করতে হয়। পাঠকের ১০০ ভাগ না হলেও ৮০ ভাগ প্রত্যাশা পূরণ করে চলেছে আজাদী। বৈশ্বিক মহামারিতে সংবাদপত্র শিল্পে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে উল্লেখ করে আজাদী সম্পাদক বলেন, সৃষ্ট পরিস্থিতিতে ব্যাংক ঋণ নিয়ে পত্রিকা চালু রাখতে হয়েছে। ৬২ বছরের অভিজ্ঞতা’র আলোকে তিনি বলেন, সংবাদপত্রের অপরিহার্য অংশ হকার। তাঁরাই পত্রিকা নানা প্রতিকূলতার মাঝে পাঠকের দোরগোড়ায় পৌঁছে দেন। পত্রিকার প্রসারে তাদের বিরাট অবদান রয়েছে।
চসহই সভাপতি নূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা, দৈনিক যায় যায় দিন এর চট্টগ্রাম ব্যুরো প্রধান হেলাল উদ্দিন চৌধুরী। অধিবেশনে চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি ইউসুফ আলি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, চসহই সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান বক্তৃতা করেন। অধিবেশনের পর শুরু হয় দ্বি-বার্ষিক সাধারণ সভা।

পূর্ববর্তী নিবন্ধব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা