হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন

| বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:৩৫ পূর্বাহ্ণ

হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন লাগায় ভবনটির ছাদে ১০০’রও বেশি মানুষ আটকা পড়েছেন। বুধবার দুপুরের দিকে একটি বৈদ্যুতিক সুইচ রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এরপরই ভবনজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। খবর বিডিনিউজের।
ভবনের ছাদে প্রায় ১৫০ জন আটকা পড়েন এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। এই ১৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে পুলিশ। তাছাড়া, পরে আগুনও নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ। অগ্নিকাণ্ডের পর এখন পর্যন্ত সেখানে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইতোমধ্যে অনেককে উদ্ধারও করা হয়েছে।
হংকংয়ের এই ৩৯তলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আছে বেশকিছু রেস্তোরাঁ, অফিস, দোকান এবং শপিংমল এলাকা। আগুন লাগার পর অনেককেই ভবন থেকে বের করে আনা হয়। আগুন লাগার কারণ কী তা তাৎক্ষণিকভাবে পরিস্কার জানা যায়নি। ধোঁয়ায় চারিদিক ছেয়ে যাওয়ায় রেস্তোরাঁ থেকে প্রায় ১শ’ জনকে ৩৯ তলার ছাদে নিয়ে যাওয়া হয়। তারা সেখানে উদ্ধারের অপেক্ষায় আছেন। তাদেরকে উদ্ধারে মই ব্যবহার করা হচ্ছে। আটকে পড়া শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৭৭টি দেশে শনাক্ত হয়েছে ওমিক্রন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরবর্তী নিবন্ধদুই বেকারিসহ চার প্রতিষ্ঠানকে মামলা ও জরিমানা