দুই বেকারিসহ চার প্রতিষ্ঠানকে মামলা ও জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:৩৬ পূর্বাহ্ণ

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বিক্রি করার দায়ে নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় অভিযান চালিয়ে মিনু বেকারি নামে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
একই অপরাধে গত মঙ্গলবার পতেঙ্গার স্টিলমিল এলাকার মুন বেকারি ও সাদিয়া’স কিচেনের বিরুদ্ধে মামলা ও ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন
পরবর্তী নিবন্ধবিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি চট্টগ্রামের নানা আয়োজন