বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি চট্টগ্রামের নানা আয়োজন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী

| বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) মুজিববর্ষের সমাপনী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে। এবারের মূল প্রতিপাদ্য ছিল ‘মহাবিজয়ের মহানায়ক’। গত মঙ্গলবার বিমান বাহিনী ঘাঁটি চট্টগ্রামে নানা আয়োজনে এ অনুষ্ঠান পালিত হয়। বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভানেত্রী মুনমুন ফৌজিয়া প্রধান অতিথি ছিলেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করেন। তিনি আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের জীবন গড়ার আহবান জানান। বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে কমর্রত সর্বস্তরের সদস্যবৃন্দের পত্নী, বিএএফ শাহীন কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। পরবর্তীতে জাতির পিতার জীবনী নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই বেকারিসহ চার প্রতিষ্ঠানকে মামলা ও জরিমানা
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধাদের কাছে সিএমপির উপহারের ঢালি