‘স্মার্ট শিক্ষায় স্মার্ট বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে চবি উপাচার্য

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিক্ষার কোনো বিকল্প নেই

| শুক্রবার , ১৯ এপ্রিল, ২০২৪ at ৬:৫২ পূর্বাহ্ণ

লার্নিং বিশেষজ্ঞ বিশিষ্ট শিক্ষাবিদ ড. বদরুল হুদা খানের গবেষণালব্ধ ‘স্মার্ট শিক্ষায় স্মার্ট বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের স্মার্ট নাগরিক তৈরি করতে হবে। আবার স্মার্ট নাগরিক তৈরি করতে হলে স্মার্ট শিক্ষার কোনো বিকল্প নেই। শৈলী প্রকাশনের আয়োজনে শেরওয়ানী ফাউণ্ডেশনের সহযোগিতায় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপর্যুক্ত অভিমত ব্যক্ত করেন। বিশিষ্ট সাহিত্যিক ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রাশেদ রউফ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, চবি উপ উপাচার্য প্রফেসর ড. বেনু কুমার দে, প্রফেসর ড. শাহাদাত হোসাইন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোস্তফা আাজাদ কামাল, ইঞ্জিনিয়ার আবদুর রশিদ। স্বাগত বক্তব্য দেন শেরওয়ানী ফাউন্ডেশনের সদস্য সচিব লায়ন জাহাঙ্গীর মিঞা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী আয়েশা হক শিমু।

অনুভূতি প্রকাশে বইয়ের লেখক ড. বদরুল হুদা খান বলেন, আমি চট্টগ্রামের সন্তান। চট্টগ্রাম থেকেই এই বই উপহার দিতে পেরে আমি আনন্দিত। তিনি আরো বলেন, লার্নিং এর মাধ্যমে সারা বিশ্বকে আমি নাড়া দিতে পেরেছিলাম।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটির কেন্দ্রীয় পরিষদ ও আহ্বায়ক কমিটির যৌথ সভা
পরবর্তী নিবন্ধমাস্টারদা সূর্যসেনসহ বিপ্লবীদের ভাস্কর্য স্থাপন করার দাবি