স্মরণ করি ক্ষণজন্মা এই মানুষটিকে

রুবানা কাফি ঝর্ণা | বৃহস্পতিবার , ২৩ জুন, ২০২২ at ৬:১৮ পূর্বাহ্ণ

গতকাল ছিল সে-ই ভয়াল ২২ জুন। আমাদের অতি আদরের প্রিয়তম মানুষ, আমার ভগ্নিপতি ডাঃ রেজাউল করিমের এই মায়াবী পৃথিবী ছেড়ে চলে যাবার দিন! ডাঃ রেজাউল করিম আমার অভিভাবক, আমার বন্ধু, আমার প্রিয়তম মানুষগুলোর মধ্যে অন্যতম একজন মানুষ। আসলে মৃত্যুর পরের জীবনটাই মূল্য বহন করে মনুষ্য জীবনের। সত্যটাও উপলব্ধি হয় জীবনের পরে। মৃত্যুর পরেও যে জীবন বেঁচে থাকে সেটাই প্রকৃত জীবন।

তোষামদে ভরা জীবনে আসল– স্তুতি বুঝা বড় দায়! যারা তাঁকে কাছ থেকে দেখেছি, তারাই শুধু বুঝতে পেরেছি কোন এক অজানা অস্থিরতায় এই মানুষটি চাইতেন সবাই ভালো থাকুক। কারোর কিছু করার জন্য যেন মুখিয়ে থাকতেন সবসময়।

সেই সবার ভালো করবার বাসনা তাঁকে পৌঁছে দিলো ৬১ বছরের একটি বর্ণাঢ্য জীবনে। অকাতরে বিলিয়েছেন সমাজকে….. ক্ষণজন্মা এই মানুষটি। এমন সবাই নয়, এমন হওয়াও অতো সহজ নয়। যেমনটি ভালোবেসেছিলে সবাইকে, তারচেয়েও বেশি ভালোবাসায় মুড়ে থাকো পরম করুণাময়ের অসীম ভালোবাসায়!

পূর্ববর্তী নিবন্ধশৌখিন মন ভুলছে মানবতা
পরবর্তী নিবন্ধপাঠক ভাবনায় ‘ওরা ফেরেনি কেউ’