শৌখিন মন ভুলছে মানবতা

আলেয়া আরমিন আলো | বৃহস্পতিবার , ২৩ জুন, ২০২২ at ৬:১৮ পূর্বাহ্ণ

আজব দেশের কাহিনি শোন
পাহাড় ধসে মানুষ মরে
একশহরে অতিবৃষ্টির জলাবদ্ধতা
অন্যশহর বৃষ্টি বিলাস করে।

আজব দেশের কাহিনি শোন
একশহর বন্যার শোকে ঝাপসা!
বানের জলে ভাসছে শিশু…
অন্যশহরে দিব্যি গানের জলসা।

আজব দেশের কাহিনি শোন
একশহরে ডুবে যায় বাড়িঘর
ভাসছে পশু ভাসছে মানুষ
অন্যশহরে ড্রইংরুমে শুধুই খবর।

আজব দেশের কাহিনি শোন
একশহরে ত্রাণহীন কান্নার গোঙানি
অন্যশহরে ব্যস্ততায় নিত্য বিকিকিনি
যেনো কোথাও কিচ্ছু হয়নি!

আজব দেশের কাহিনি শোন
একশহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন নীরবতা
অন্যশহরে দিবসেও জ্বলছে বাতি
শৌখিন মন ভুলছে মানবতা।

পূর্ববর্তী নিবন্ধআত্মতৃপ্তি, আত্মবিশ্বাস, আত্মঅহংকার ও আত্মমর্যাদা
পরবর্তী নিবন্ধস্মরণ করি ক্ষণজন্মা এই মানুষটিকে