স্বাস্থ্যবিধি মেনে ৫ আদালত ও ট্রাইব্যুনালে করা যাবে আত্মসমর্পণ

| রবিবার , ২৩ মে, ২০২১ at ৬:০৬ পূর্বাহ্ণ

স্বাস্থ্যবিধি ও শারীরিক-সামাজিক দূরত্ব মেনে মুখ্য মহানগর হাকিম আদালতসহ পাঁচ আদালত ও ট্রাইবুন্যালে গিয়ে অভিযুক্ত ব্যক্তিরা আত্মসমর্পণ করতে পারবেন। অপর আদালতগুলো হল- মহানগর হাকিম আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল ও সাইবার ট্রাইব্যুনাল। খবর বিডিনিউজের। স্বাস্থ্যবিধি, শারীরিক ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এসব আদালতের বিচারকদের কার্যপদ্ধতি নির্ধারণ করতে বলা হয়েছে। গতকাল শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা এসেছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশে বিজ্ঞপ্তিটি দিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুখ্য মহানগর হাকিম আদালত/মহানগর হাকিম আদালত/নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল/মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল/সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ আবেদন দাখিল এবং শুনানি কার্যক্রমের পদ্ধতি ও সময়সূচি এমনভাবে নির্ধারণ ও সমন্বয় করতে হবে যাতে আদালত প্রাঙ্গণে এবং আদালত ভবনে কোনরূপ জনসমাগম না ঘটে।
আত্মসমর্পণ দরখাস্ত শারীরিক উপস্থিতিতে শুনানির সময় অভিযুক্ত ব্যক্তি এবং তার পক্ষে নিযুক্ত আইনজীবী ব্যতিত অন্য কোনো আইনজীবী এজলাশ কক্ষে অবস্থান করবেন না। একটি আত্মসমর্পণ দরখাস্ত শুনানি শেষে সংশ্লিষ্ট আইনজীবী এজলাশ কক্ষ ত্যাগ করার পর ম্যাজিস্ট্রেট/বিচারক পরবর্তী আত্মসমর্পণের দরখাস্ত শুনানির জন্য গ্রহণ করবেন।

পূর্ববর্তী নিবন্ধবাবুনগরীর প্রেস সচিব ফারুকী গ্রেপ্তার ৪ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী আজ ২২৫ স্থাপনা উদ্বোধন ও ভিত্তি স্থাপন করবেন