স্বপ্নসারথি

খালেছা খানম | শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ at ৮:১৭ পূর্বাহ্ণ

কী এক অদ্ভুত অদৃশ্য মায়াজালে আটকালে!

অতনু স্পর্শেও শিহরিত হই বারংবার

ফেরারি মন মানে না কোনো বেড়াজাল।

অধরা সুখের পানে অন্তহীন ছুটে যাওয়া কেবল।

স্বপ্নডানায় ভর করে অহর্নিশ থাকি স্বপ্নাতুর।

স্বপ্নপুরীর অন্তরীক্ষে অন্তহীন অবাধ বিচরণ;

যেনো দুরন্ত কিশোরীর মতো চনমনের দুরন্তপনা।

অনন্ত সুখের ছোঁয়ার আবেশে

সারাক্ষণ বিভোর থাকে তনুমন।

হৃদয়ের দোলাচলে হলে তুমি এক স্বপ্নসারথি।

পূর্ববর্তী নিবন্ধনিঝুমদ্বীপ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসক চাই
পরবর্তী নিবন্ধসহানুভূতির ছোঁয়ায় উষ্ণতার পরশ