স্নেহ-ভালোবাসা পেলে অটিস্টিক শিশু-কিশোররা হবে রাষ্ট্রের সম্পদ

বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনায় বক্তারা

আজাদী ডেস্ক | বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনায় বক্তারা বলেছেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুকিশোররা স্নেহভালোবাসা পেলে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে। তাদের সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ ও দিয়ে মানবিক পরিবেশে গড়ে তোলা হলে দেশ উপকৃত হবে। তারা দূরের কেউ নয়, তারাও আমাদের পরিবারের। তাদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করতে হবে। বক্তারা আরো বলেন, স্নেহভালোবাসা পেলে অটিজম শিশুকিশোররা হবে রাষ্ট্রের সম্পদ ।

ফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ এন্ড এডুকেশন ও স্পেকট্রা স্কুলের যৌথ উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে গতকাল চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মো.জাফর আলমের সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাহাবুবল হক খানের সঞ্চলনায় এক সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন স্কুল ছাত্র আসিফ মিকদাদ।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিণী সাইক্লোজিষ্ট তানজিয়া রহমান। মুখ্য আলোচক ছিলেন অটিজম বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তর জেলা উপপরিচালক ফরিদুল আলম, মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক আবুল হোছাইন। বক্তব্য রাখেন প্রিন্সিপাল রেহানা রিফাত চৌধুরী, ভাইস প্রিন্সিপাল নুরজাহান বেগম, অভিভাবক সাজ্জাদ হোসেন হ্যাপি। প্রধান অতিথি ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম এর ভূয়সী প্রশংসা করেন সার্বিকভাবে সংগঠনের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধসরকারের অধীনে ব্যালটের পাতানো নির্বাচনে বিএনপি যাবে না
পরবর্তী নিবন্ধগোলামুর রহমান মাইজভাণ্ডারীর (র.) ৮৭তম ওরশ আজ