স্ত্রীকে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার দৌলতপুরে স্ত্রীকে খুনের দায়ে স্বামী তোফায়েল আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এই রায় ঘোষণা করেন।

এ সময় তোফায়েল আহমেদ কাঠগড়ায় হাজির ছিলেন না। বর্তমানে তিনি পলাতক আছেন। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গীর আলম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালের ১৩ জুন ফটিকছড়ি উপজেলার দৌলতপুর এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামী তোফায়েল আহমেদের মারধরের শিকার হয়ে মারা যান স্ত্রী নুর নাহার। এ ঘটনায় নুর নাহারের ভাই ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করেন। একপর্যায়ে আদালতে চার্জশিট জমা দিলে বিচারক চার্জগঠন করে আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধচাঁদের কেন্দ্রে কী আছে, মিলল নতুন তথ্য
পরবর্তী নিবন্ধবাঘাইছড়িতে সেতুর পাটাতন ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন