সৈয়দ মঈনুদ্দিন হোসাইন স্মৃতি ক্রিকেটে বিকেএসপি চ্যাম্পিয়ন

| শুক্রবার , ২৫ নভেম্বর, ২০২২ at ৯:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ব্রাদার্স ক্রিকেট একাডেমির আয়োজনে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেঙ মাঠে সম্পন্ন হয়েছে সৈয়দ মঈনুদ্দিন হোসাইন স্মৃতি অনূর্ধ্ব-১৮ ইন্টারন্যাশনাল একাডেমি কাপ ক্রিকেট। ফাইনাল খেলায় ব্রাদার্স একাডেমিকে ৯৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বিকেএসপি। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও মেডেল প্রদান করা হয়। সর্বোচ্চ রান সংগ্রহকারী তুর্জ (বিকেএসপি, ১৫৪ রান), সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ইয়ামিন (বিকেএসপি, ৮ উইকেট), প্রতিযোগিতার সেরা খেলোয়াড় শিশির দাস (ব্রাদার্স, ৭ উইকেট, ৯৪ রান), ফাইনাল খেলার সেরা খেলোয়াড় জারিফ (বিকেএসপি, ৭৪ বলে ৯০ রান) কে স্মারক ট্রফি দেয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিবি পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিকেএসপি’র মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আনোয়ার শাহাদাৎ আবু মো. ফুয়াদ। এছাড়া অতিথি ছিলেন বিকেএসপি’র পরিচালক (ট্রেনিং) কর্ণেল মো. মিজানুর রহমান এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর। উপস্থিত ছিলেন বিকেএসপি চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক রোকন উদ্দিন আহমেদ, ব্রাদার্স একাডেমির পরিচালক মো. মমিনুল হক, আমিনুল হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমেয়রের সাথে বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন চসিক দলের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধসিডিএফএ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত হলেন ইয়াছির আরাফাত