ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবার শরীফ, গাউসিয়া সমিতি ও যুব সমিতির উদ্যোগে আগামী ১১ রবিউল আউয়াল ৮ অক্টোবর শনিবার সকালে জশনে জুলুস অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন দরবার শরীফের সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (ম জি আ)। প্রেস বিজ্ঞপ্তি।