সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর (ক.) ওরশে হাজারও ভক্তের ঢল

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (.) এর ৮৭ তম বার্ষিক ওরশে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করে মোনাজাত পরিবেশন করেন সাজ্জাদানশীন সৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারী। গতকাল বুধবার মোনাজাতের আগে আলোচনায় তিনি বলেন, গোলামুর রহমান মাইজভাণ্ডারী (.) এর আধ্যাত্মিকতার কোমল পরশে অসংখ্য দিকভ্রান্ত মানুষ পেয়েছে সঠিক পথের সন্ধান। শাহজাদা সৈয়দ নুরুল বশর মাইজভাণ্ডারীর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য দেন, আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জামাল হোসেন, সাধারণ সম্পাদক ছালাম সরকার, মাওলানা শায়েস্তা খান, মাওলানা নিজামুল হক শেরেবাংলা, মাওলানা এনামুল হক, মাওলানা জাকির হোসেন, খাদেম ওহাব মাইজভাণ্ডারী, খাদেম আবুল হাসেম, আবদুল মালেক, দিদার, জিএম কামাল প্রমুখ।

সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (.)’র তিনদিনব্যাপী ৮৭তম বার্ষিক ওরশ শরীফ গতকাল বুধবার ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবারে অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (.)’র জীবন কর্মের ওপর মাহফিলে সভাপতিত্ব করেন বিসপির চেয়ারম্যান, মাইজভাণ্ডার দরবারের সাজ্জাদানশীন মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্‌হাসানী (মা.জি..)। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শাহ্‌জাদা মেহবুবমইনুদ্দীন আল্‌হাসানী, শাহ্‌জাদা মাশুকমইনুদ্দীন, শাহ্‌জাদা হাসনাইনমইনুদ্দীন। আলোচনায় অংশ নেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, শাহ মো. আলমগীর খান, মাওলানা বাকী বিল্লাহ আল্‌আজহারী, মাওলানা রুহুল আমীন ভূঁইয়া চাঁদপুরী, মুফতী মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা হাসান মাইজভাণ্ডারী, মো. ইব্রাহিম মিয়া মাইজভাণ্ডারী, চৌধুরী মো. হোসেন অধ্যক্ষ আল্লামা গোলাম মুহাম্মদ খান সিরাজী, মাওলানা বাকের আনসারী প্রমুখ। আখেরি মুনাজাত পরিচালনা করেন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্‌হাসানী (মা.জি..)

ভক্তদের ইফতার করান সাবেক মেয়র মনজুর আলম : সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (.) এর ওরশে আশেকান ও ভক্তদের ইফতার করানো হয়। মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা, মোস্তফা হাকিম গ্রুপ এই আয়োজন করেন।

আজিম নগরে প্রতিষ্ঠিত মাইজভাণ্ডার সেবা কমপ্লেক্সে ব্যতিক্রমধর্মী ভক্তি ও আবেগ বিজড়িত শাহী ডেকে রান্না করে ইফতার ও তবারুক সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের পক্ষে বিতরণ করেন তাঁর পুত্র মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সাইফুল আলম ও মোহাম্মদ সাহিদুল আলম। এ সময় মোস্তফা হাকিম কলেজের উপাধ্যক্ষ মো. বাদশা আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনির্দলীয় সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে
পরবর্তী নিবন্ধসাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমানের ইন্তেকাল