সেমিফাইনালে চট্টগ্রামের প্রতিপক্ষ আজ মাগুরা

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১ জুলাই, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার লড়াইয়ে আজ মাঠে নামছে চট্টগ্রাম জেলা দল। ফাইনালে যাওয়ার পথে চট্টগ্রামের সামনে আজ বাধা মাগুরা জেলা দল। সন্ধ্যা ছয়টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ইতোপূর্বে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের চার ম্যাচের তিনটিতে জিতে গোল গড়ে গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয় চট্টগ্রাম জেলা দল।

চুড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে কুষ্টিয়াকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে কুমিল্লা জেলা দলকে ৩-০ গোলে এবং শেষ ম্যাচে সিলেট জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। তবে চূড়ান্ত পর্বে বাংলাদেশ সেনাবাহিনী দলের কাছে হেরে যায়। এর আগে প্রাথমিক পর্বেও দুর্দান্তভাবে খেলে চূড়ান্ত পর্বে এসেছিল চট্টগ্রাম জেলা দল। এখন বাকি আছে মাত্র দুটি ম্যাচ। আর এদুটি ম্যাচ জিতলেই শিরোপা জেতা হয়ে যাবে চট্টগ্রাম জেলা দলের।

দীর্ঘ দিন পর কোন জাতীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম জেলা দল। দলের ম্যানেজার সালাউদ্দিন জাহেদ জানান তার দল সামনের দুটি ম্যাচে জিততে মুখিয়ে আছে। তবে আপাতত তার প্রথম লক্ষ্য ফাইনালে জায়গা করে নেওয়া। এরপর বাকিটা চিন্তা করবে। দলের সব খেলোয়াড়ই সুস্থ রয়েছে। খেলোয়াড়রাও চাইছে শেষটা রাঙাতে। আর সে জন্য তারা ইতোপূর্বে যে পরিশ্রম করেছে সেটা করে যেতে চান।

তবে মাঠের লড়াইয়ে যারা নিজেদের সেরাটা দিতে পারবে তারাই শেষ হাসি হাসবে। তবে চট্টগ্রাম জেলা দল নিজেদের সর্বোচ্চটা দিয়ে টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচকে রাঙাতে চায়। এখন দেখার বিষয় ফুটবলাররা চট্টগ্রামের জণ্য কোন সুখবর দিতে পারে কিনা। মাদারিপুরে চুড়ান্ত পর্বের খেলা শেষে ঢাকায় এসে অনুশীলন করেছে ফুটবলাররা। এখন মাঠে কেবলই নিজেদের সেরাটা দেওয়া অপেক্ষা।

পূর্ববর্তী নিবন্ধমোমিনুলকে ‘এ’ দলে খেলাতে চান বিসিবি সভাপতি
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টির জন্য হার্ড হিটিংয়ের বিকল্প নেই