সেন্টমার্টিনে বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক আজ

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

সেন্টমার্টিনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক আজ দুপুর আড়াইটার সময় অনুষ্ঠিত হবে। তথ্যটি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান। ইতিমধ্যে এ উপলক্ষে কমিটির সভাপতি আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি ছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আমিনুর রহমান কক্সবাজার অবস্থান করছেন।

এর আগে গতকাল শুক্রবার আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি কক্সবাজারের মহেশখালী সোনাদিয়া দ্বীপে স্থানীয়দের সাথে বৈঠক করেন। এসময় উপস্থিত থেকে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, আশেকউল্লাহ রফিক এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আমিনুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন। পরে সোনাদিয়া দ্বীপের ইকো ট্যুরিজম এরিয়া এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবোধনের নবীনবরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা