সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে ৫০ হাজার পরিবারকে সহায়তা করছে ইউনিলিভার

| সোমবার , ১৯ জুলাই, ২০২১ at ৭:৪৫ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আযহার আগে সারা দেশের ৫০ হাজার প্রান্তিক পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও পুষ্টিকর খাদ্য-পণ্য বিতরণের উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম বৃহত্তম নিত্য-ব্যবহার্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কল্যাণমুখী প্রতিষ্ঠান- সেনা কল্যাণ সংস্থার (এসকেএস) সাথে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে এই ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।
মহামারিকালে সরকারের চলমান ত্রাণ সহায়তা কার্যক্রমকে আরো জোরাল করতে এই যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দেশের প্রত্যন্ত অঞ্চলের ৫০ হাজার হত-দরিদ্র পরিবারের কাছে ত্রাণের পণ্য পৌঁছে দিবে। করোনা মহামারি মোকাবিলায় জাতিকে সহযোগিতা করার লক্ষ্যে সেনা কল্যাণ সংস্থার ত্রাণ বিতরণ কর্মসূচির মাধ্যমে পণ্য অনুদানের এই উদ্যোগটি ইউনিলিভার বাংলাদেশের মানবিক সহায়তা কার্যক্রমেরই বর্হিপ্রকাশ। অনুদানকৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও পুষ্টিকর খাদ্য সহায়তার মধ্যে রয়েছে- লাইফবয় লিক্যুয়িড হ্যান্ড ওয়াশ, লাঙ সাবান, হুইল পাউডার, ডোমেঙ, ক্লোজআপ টুথপেস্ট, হরলিঙ ও নর স্যুপ। করোনা মহামারিতে দেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল উত্তরবঙ্গেও জেলাগুলোতে ঈদের আগেই এসব পণ্য বিতরণ কার্যক্রম শুরু হবে। গত বৃহস্পতিবার রাজধানীতে সেনা কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে সংস্থাটির ডিরেক্টর জেনারেল (ওয়েলফেয়ার) এয়ার কমোডর মোহাম্মদ মঈনুদ্দীনের কাছে এসব ত্রাণ সহায়তা পণ্য হস্তান্তর করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশন্সের প্রধান- শামীমা আক্তার। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- এসকেএস এর ডিরেক্টর জেনারেল অব মার্কেটিং ডিভিশন কমোডর মাহমুদ হোসেন, এসকেএস এর ডিরেক্টর জেনারেল অব বিজনেস ডিভিশন ব্রিগেডিয়ার জেনারেল মির্জা এনামুল হক, এসকেএস এর ডিরেক্টর জেনারেল অব হিউম্যান রিসোর্স ডিভিশন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন; এসকেএস এর ডেপুটি ডিরেক্টর জেনারেল অব বিজনেস ডিভিশন-২ কর্নেল আরশাদুজ্জামান খান, এসকেএস এর ডেপুটি ডিরেক্টর জেনারেল অব কো-অর্ডিনেশন অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল আনোয়ারুল ইসলাম এবং ইউবিএলের পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশন্স ম্যানেজার- তৌহিদ আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেহজাবিন এবার নতুন রূপে
পরবর্তী নিবন্ধচিত্রশিল্পী শফিকুল ইসলামের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন