চিত্রশিল্পী শফিকুল ইসলামের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন

| সোমবার , ১৯ জুলাই, ২০২১ at ৭:৪৬ পূর্বাহ্ণ

মৃন্ময় আর্ট গ্যালারি আয়োজিত গতকাল রবিবার বিকালে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী প্রথম একক চিত্র প্রদর্শনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের অধ্যাপক শফিকুল ইসলামের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়। উদ্বোধন করেন অধ্যাপক শফিকুল ইসলামের সহধর্মিনী নিলুফা আখতার। উপস্থিত ছিলেন মৃন্ময় আর্ট গ্যালারি ফাউন্ডার সামিনা এম. করিম, চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক জাহিদ আলী চৌধুরী, সিনিয়র রিপোর্টার ডেইজি মওদুদ, শিল্পীর সন্তান ফাইজুস মাসুম, নওরিন ইসলাম ও পুত্রবধূ সানজিদা পিংকি, নিউজ চ্যানেল ২৪ চট্টগ্রাম চিফ শেখ জাহেদসহ আরও অনেকে।
উদ্বোধনে গ্যালারির ফাউন্ডার সামিনা এম করিম বলেন, অধ্যাপক শফিকুল ইসলাম ২০১৮ সালে আমাদের ছেড়ে চিরবিদায় নেন এবং তিনি কয়েকশ শিল্পকর্ম রেখে গেছেন। সেই থেকে মৃন্ময় আর্ট গ্যালারি এই প্রদর্শনীটি করার সিদ্ধান্ত নিয়েছে কারণ এটি চারুকলার অনেক শিক্ষক, ছাত্র-ছাত্রী, শিল্প প্রেমিক ও মানুষকে তাঁর কাজগুলি থেকে জানতে ও শিখতে সক্ষম করবে। শিল্পীর সন্তান ফাইজুস মাসুম বলেন, আমার বাবাকে সারা জীবন দেখেছি শুধু ছবিই আঁকতে। তার সমস্ত ধ্যান ও প্রেম ছিল তার শিল্পকর্মের উপর। ৫৭টি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন। বার্জার পেইন্টস এবং বিএসআরএম ইভেন্টটি স্পনসর করবে। প্রদর্শনীটি আর্ট গ্যালারি এবং অনলাইনেও অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেনা কল্যাণ সংস্থার মাধ্যমে ৫০ হাজার পরিবারকে সহায়তা করছে ইউনিলিভার
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে আনিসুজ্জামান চৌধুরী রনির ন্যাজাল ক্যানুলা প্রদান