সেই ফেলে আসা বেলাটা

মোঃ মনজুর মোরশেদ | বুধবার , ১২ মে, ২০২১ at ৬:৪০ পূর্বাহ্ণ

শেষের রমজানগুলো বরাবরই আমাদের খুব আমেজে কাটতো। শবে কদর পেরিয়ে গেলে আনন্দের জোয়ার আরো তীব্র হতো। নতুন নতুন পুরো রোজা রাখার ঈদ আগমন এমনি হয় বুঝি। ধীরে ধীরে বড় হতে হতে এ উল্লাস হালকা হতে থাকে। একটা সময় সামাজিক সংগঠনে কাজ করা শুরু হয়। সুবিধাবঞ্চিত শিশুগুলোর মুখে ঈদের নতুন জামা তুলে দিতে পেরে যা হাসিটার দেখা মিলতো সেটা দেখে নিজের ছোট উল্লাসটা ভেসে উটতো চোখে। সর্বদা চেষ্টা থাকতো যতটা সম্ভব এই কাজে লেগে থাকার।এ আমেজটা দেখে কেমন জানি আড়ালে গিয়ে খুব চোখ মুছতাম এতো অশ্রু ঝরাতো খুশির।
আফসোস এখনো হয় যদি ফের সেই ফেলে আসা বেলাটা আরেকটু অনুভব করতে পারতাম…

পূর্ববর্তী নিবন্ধসুস্থ থাকি, নিরাপদ থাকি
পরবর্তী নিবন্ধবিবর্ণ ঈদ