বিন্দু বিন্দু জলজ কণায় গড়ে ওঠে সিন্ধু গভীরতা
ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণায় গড়ে ওঠে পর্বত উচ্চতা
লক্ষ কোটি রক্তকণিকায় নির্মিত আমাদের স্বাধীনতা
৫২’এ রফিক, সালাম, জব্বার, বরকতের প্রাণ হয়েছে আমাদের প্রিয় বর্ণমালা
৬৯’এ আসাদের শার্ট হয়েছে আমাদের প্রাণের পতাকা
৭১’ এ ত্রিশ লক্ষ শহিদের রক্তনদী হয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা !
সাত-ই মার্চ উনিশত একাত্তরে পড়ন্ত বিকেলে
রাজনীতির মহাকবি আবৃত্তি করেন পৃথিবীর
শ্রেষ্ঠতম কবিতা –
তাঁর সেই উত্থিত তর্জনীর মায়াবী ইশারায়
তার সেই যাদুময় কণ্ঠের অলৌকিক উচ্চারণে
সাড়ে সাত কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে
তারপর, তারপর অগণিত বধ্যভূমি…
বাতাসে বারুদ আর লাশের গন্ধ
অবশেষে রক্তকোমল আবীর ছড়িয়ে
পূর্ব দিগন্তে উদিত হয় স্বাধীনতার সূর্য ঝালর
সেই থেকে লাল-সবুজের নিশান আমাদের জাতীয় পতাকা
সেই থেকে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’
আমাদের আত্মার পবিত্র ধ্বনি, আমাদের জাতীয় সঙ্গীত।