সুয়াবিল দায়রা শরীফের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| সোমবার , ৮ মার্চ, ২০২১ at ৩:১২ অপরাহ্ণ

পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা.) বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.) চন্দ্র বার্ষিকী ওরশ শরীফ ও ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরীফের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল ও আলোচনা সভা সুয়াবিল দায়রা শরীফের মাঠে অনুষ্ঠিত হয় গত ৬ মার্চ।
লালমাটি ইউনুছ খলিফা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুয়াবিল গাউছিয়া আহমদিয়া তৈয়্যবীয়া সুন্নিয়া দাকিল মাদ্রাসার সাবেক সভাপতি মোহাম্মদ আনোয়ার পাশা মেম্বার।
উদ্বোধক ছিলেন কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ জয়নাল আবেদীন।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোমদণ্ডী দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী।
বিশেষ বক্তা ছিলেন উম্মুল আশেকিন মনোয়ারা বেগম হেফজ বিভাগের প্রধন শিক্ষক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল কালাম, মাষ্টার মোহাম্মদ মুনির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বেলাল উদ্দীন কোম্পানী, সৈয়দ শরীফ সিদ্দিকী, মোহাম্মদ আনিস উদ্দীন সোহেল।
মাওলানা আবু তাহের-এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দায়রা শরীফের উপদেষ্টা জনাব লোকমান হোসেন ফকির, দায়রা শরীফের সভাপতি মোহাম্মদ কাজি হারেছ, মোহাম্মদ শাহজাহান।
মাহফিল শেষে মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর শিল্পী মোহাম্মদ আরমান।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ আজো বাংলাদেশের মানুষের অনুপ্রেরণা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু আজ আমাদের কাছে অনেক বেশি জীবন্ত