বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ আজো বাংলাদেশের মানুষের অনুপ্রেরণা

আলোচনা সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ৮ মার্চ, ২০২১ at ৯:২৯ পূর্বাহ্ণ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ঐতিহাসিক ৭ই মার্চের ঐতিহাসিক দিবস উপলক্ষে গতকাল রোববার (৭মার্চ) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত মীরসরাই উপজেলা প্রশাসন, মীরসরাই থানা, জোরারগঞ্জ থানা ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ পৃথক অনুষ্ঠানমালার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় তিনি স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চ এমন একটি গুরুত্বপূর্ণ দিন যা শুধু এই দেশ নয় বিশ্বময় আলোচিত বিষয়। সেদিন বঙ্গবন্ধুর ১৯ মিনিটের ভাষণই জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মূলমন্ত্র ও ঘোষণা হিসেবে কাজ করেছে। এই ভাষণকে জাতিসংঘও একটি মহাকাব্য হিসেবে উপাধি দিয়েছে। বঙ্গবন্ধুর মুখ দিয়ে বের হওয়া সেদিনকার প্রতিটি শব্দই গোটা বাংলাদেশের মানুষের অনুপ্রেরণা আজো। তিনি বলেন, সেই নির্লোভ ও নিরহংকার মানুষের আদর্শ ধারণ করে আপনারা শেখ হাসিনার সাথে দেশ গড়ুন, দেখবেন আর কিছু না পান মনে তৃপ্তি ও প্রশান্তির ছোঁয়া পাবেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা প্রমুখ। সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান। এছাড়া ওসি মুজিবুর রহমানের সভাপতিত্বে মীরসরাই থানা প্রাঙ্গণে, অফিসার্স ইনচার্জ নুর মোহাম্মদের সভাপতিত্বে জোরারগঞ্জ থানা প্রাঙ্গণে, পরিদর্শক ফিরোজ উদ্দিনের সভাপতিত্বে জোরারগঞ্জ হাইওয়ে ফাঁড়িতে পৃথক পৃথক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএনআইডি জালিয়াতি উপ-সচিবসহ ৫ জনের বিরুদ্ধে ইসির মামলা
পরবর্তী নিবন্ধসুয়াবিল দায়রা শরীফের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন