সুশিক্ষিতরাই জাতির আলোকিত সন্তান

আবদুল কাদের | সোমবার , ২৩ জানুয়ারি, ২০২৩ at ৪:২২ পূর্বাহ্ণ

সুশিক্ষা জাতিকে সত্যের পথ দেখায় নৈতিক মনুষ্যত্ববোধই সুশিক্ষিত গড়ে তোলে। শিক্ষা ও সুশিক্ষা একে অপরের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। শিক্ষা লাভের ফলে শিক্ষিত ও উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া যায়, তবে সুশিক্ষায় শিক্ষিত হতে হলে শিক্ষা ও সুশিক্ষা দুটিই আবশ্যক। সুশিক্ষা ধার্মিকতার সাথে গভীর ভাবে জড়িত রয়েছে। শিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তিরা রাষ্ট্রের ও বিশ্ব উন্নয়নের নেতৃত্ব রাষ্ট্রের কিংবা রাষ্ট্রের বাইরে সরকারি বেসরকারি অফিস আদালত বা প্রতিষ্ঠান এমন কি ব্যক্তি মালিকানাধীন অনেক প্রতিষ্ঠানে বিভিন্ন পদ পদবীতে অধিষ্ঠিত। তন্মধ্যে ঘুষ দুর্নীতি সুদ এসব অনিয়ম কাজ সিংহভাগ শিক্ষিত লোকেরা করে যাচ্ছে। এসব অনিয়ম শিক্ষিত লোকেরা জাতির কলঙ্কিত মানুষ। তারা শিক্ষিত কিন্তু সুশিক্ষা নেই। চোরে শুনে না ধর্মের কাহিনী ঘুষখোর দুর্নীতিবাজ সুদখোর শিক্ষিত ব্যক্তিরা শুনেনা নীতি আদর্শ সুশিক্ষার বাণী।

দুর্নীতিবাজ ঘুষখোরেরা প্রতিনিয়তই অনিয়ম বিস্তার করে যাচ্ছে এমন কি শিক্ষার আলো ছড়ানো মানুষ গড়ার কারিগর আগামীর দেশ নির্ভর কাণ্ডারী শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠানও বাদ যাচ্ছে না এ ঘুষ দুর্নীতির কবল থেকে। যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শুদ্ধ হওয়া শেখায় সে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে দুর্নীতি ঘুষের বিরুদ্ধে শিক্ষা দেওয়া হয় সে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিযুদ্ধে ও ফর্ম ফিলাপের ক্ষেত্রে নির্ধারিত ফিয়ের চেয়ে বহুগুণ বেশি অর্থ নেওয়ার অনিয়ম চলে। যা লজ্জাজনক। সুশিক্ষাই প্রকৃত শিক্ষা। শিক্ষার মানদণ্ড কোথায়? শিক্ষা অর্জনে শিক্ষিত হওয়া যায়, সুশিক্ষিত হওয়া আদর্শিক হৃদয়ে ধারণ করতে হয়।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধস্মৃতির পাতায় অম্লান