সুর-নাচের ধারা বদলে দেওয়া গ্যাংনাম স্টাইলের দশকপূর্তি

| রবিবার , ১৭ জুলাই, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

গানের সুর যেমনই হোক, সেই সুরে ঘোড়ার পিঠে চড়ার মুদ্রায় তুমুল তালে নেচে ঠিক দশ বছর আগে সঙ্গীত জগতে প্রবেশ করেন দক্ষিণ কোরিয়ার এক গায়ক, নাম তার সাই। শোনান ‘ওপ্পা গ্যাংনাম স্টাইল’ লিরিকের গান। যা প্রকাশের পরপরই হাওয়ার বেগে ভাইরাল হয়ে যায় বিশ্বজুড়ে। সিএনএন বলছে, শুক্রবার গ্যাংনাম স্টাইল ছুঁয়েছে এক দশকের পথ চলার মাইলফলক।

কোরীয় ভাষায় ‘গ্যাংনাম স্টাইল’ গানটির মিউজিক ভিডিও ইউটিউবে মুক্তি পায় ২০১২ সালের ১৫ জুলাই। সাই তার ইউটিউব চ্যানেল ‘অফিসিয়াল সাই’ গানটি প্রকাশ করেন। খবর বিডিনিউজের। এটি দক্ষিণ কোরিয়ার সীমা ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মিউজিক ভিডিওতে পরিণত হয়। খুব অল্প সময়েই সাইয়ের ঘোড়ার পিঠে চড়ার অদ্ভুতরে অঙ্গভঙ্গির আদলে নাচ গোটা পৃথিবীতে নতুন ধারা তৈরি করে।

ফেসবুক ব্যবহারকারীদের টাইমলাইন তো বটেই ইউটিউবেও সে বছর দর্শক দখল করে নেয় গ্যাংনাম স্টাইল। ২০১২ সালের সেপ্টেম্বরে বিলবোর্ড হট ১০০-তে উঠে আসে গানটি। দুসপ্তাহ পর উঠে আসে ২-এ। আর ইউটিউবে প্রথম ১০০ কোটি ভিউ পাওয়ার রেকর্ড অর্জন করে। পপ শিল্পী সাই, যিনি অদ্ভুত নাচের ভঙ্গিতে নিজের দেশে জনপ্রিয় হলেও বাইরের দেশগুলোর কাছে কমই পরিচিত ছিলেন।

কিন্তু গ্যাংনাম স্টাইল টিউটিউবে ছাড়ার পর মাত্র সোয়া চার মিনিটের ওই মিউজিক ভিডিও দিয়ে রাতারাতি খ্যাতিতে ডুবে যান এই পপশিল্পী। এক বছরের মধ্যে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙেন। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ারে বিশ্বখ্যাত আমেরিকান শিল্পী ম্যাডোনার সঙ্গেও পারফর্মের সুযোগ মেলে।

পূর্ববর্তী নিবন্ধপিজিতের সুরে গাইলেন সমরজিৎ
পরবর্তী নিবন্ধ‘ব্রেক মাই সোল’ দিয়ে টিকটকে বিয়ন্সে