পিজিতের সুরে গাইলেন সমরজিৎ

| রবিবার , ১৭ জুলাই, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের সংগীত জগতের অনন্য এক নাম সমরজিৎ রায়। দুই বাংলার গানেই বিচরণ তার। ক্লাসিক গানের চর্চাতেই বেশি আনন্দ পান। তবে বৈচিত্রময় ধাঁচ ও আমেজের গান করে থাকেন তিনি। এই সময়ের জনপ্রিয় ও গুণী সংগীতশিল্পীদের মধ্যে তিনি অন্যতম। তিনি নতুন গান নিয়ে হাজির হলেন।

গাইলেন এ প্রজন্মের তরুণ কণ্ঠশিল্পী পিজিত মহাজনের সুরে। গানের কথা লিখেছেন শেখ নজরুল। সংগীত আয়োজন করেছেন রিয়েল আশিক। গানটি প্রকাশ হবে ভিডিওতে। এটি নির্মাণ করছেন পিজিত মহাজনই। ঈদ উপলক্ষে চাঁদ রাতে গানটি প্রকাশিত হয়েছে এইচ এম ভয়েসের ইউটিউব চ্যানেলে। সমরজিৎ এর সংগীত জীবনের প্রথম গুরু হলেন চট্টগ্রাম আর্য্য সংগীতের উপাধ্যক্ষ পন্ডিত নির্মলেন্দু চৌধুরী।

এরপরে তিনি দিল্লীতে সংগীত শিক্ষা লাভ করেন ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ পদ্মশ্রী পন্ডিত মধুপ মুদ্গল এবং পদ্মভূষণ পন্ডিত অজয় চক্রবর্তীর কাছে। তাছাড়া ভারতে বিভিন্ন সময়ে সংগীতে তালিম নেন হৈমন্তী শুক্লা, পদ্মা দেবী, পন্ডিত সারদা প্রসন্ন আচার্য্য, পন্ডিত সুধাংশু বহুগুণা এবং শ্রী সন্দীপ শ্রীবাস্তবের কাছে।

পূর্ববর্তী নিবন্ধআর কোনো অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না
পরবর্তী নিবন্ধসুর-নাচের ধারা বদলে দেওয়া গ্যাংনাম স্টাইলের দশকপূর্তি