সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফুলের হাসি ফাউন্ডেশনের সভা

| সোমবার , ১২ জুন, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামস্থ ফুলের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে গত শনিবার সন্ধ্যায় জেল রোড় কোতয়ালী অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে সুবিধা বঞ্চিত পথ শিশুদের জীবনমান উন্নয়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তাসলিম হাসান হৃদয়ের সঞ্চলনায় ও উপদেষ্টা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ মহসিন। বিশেষ অতিথি ছিলেন ফুলের হাসি ফাউন্ডেশনের সহ সভাপতি ক্যাপ্টেন মো. সাঈদুল ইসলাম, সহ সভাপতি ইকবাল জমিদার, অর্থ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও অপারেজয় বাংলাদেশ চট্টগ্রাম এর প্রধান জিনাত আরা আলম। উপস্থিত ছিলেন মো. আলমগীর হোসাইন, সামিউল হক, মহিন হোসেন, নাহিদ হাসান প্রমুখ। বক্তারা বলেন, মানুষ ও মানবতা শব্দ দুটি একটি অপরটির পরিপূরক। মানুষই যখন অমানবিক আচরণ করে তখন মানবতা প্রশ্নবিদ্ধ হয়।

যে মানুষ থেকে মানবতার সৃষ্টি হয় আবার সে মানুষের দ্বারাই মানবতা ধ্বংস হয়। সমাজে কিছু বিবেকহীন মানুষের বিবেকহীনতার কারণে আমাদের পুরো সমাজ ব্যবস্থা কলুষিত হয়। ফুলের হাসি ফাউন্ডেশন ও অপরাজেয় বাংলাদেশ সবসময় মানুষের মুখে হাসি ফুটানোর কাজ করে থাকে।

এ ধরনের কাজকে সবার উৎসাহ যোগানো উচিত।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে ৬ মামলার পলাতক আসামি ওসমান গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনগর উন্নয়নে মেয়রকে সহায়তা করতে চায় চট্টগ্রাম ড্রাইডক