সুদিনের আত্মজা

সাহাদাত হোসাইন সাহেদ | শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

স্বপ্নের জগতটা যতটা সহজ বাস্তবটা ততটা কঠিন। দিবানিশি সে ফ্যাসাদে পড়েই নিজেকে খুঁজছি। গল্পে গল্পে ইতিহাসের ব্যঞ্জনা গেঁথে কাব্যশীলনও শেষ করতে পারি না। ইতিহাস ঐতিহ্য স্বস্তি ও মায়া মুগ্ধতা মূল পথ হারায় ধুসর বিবর্ণ নির্যাসে। সত্যিই ভালোবাসার মানুষগুলো কাছে নেই। আমাকে শুন্য করে বিধাতা কেড়ে নিয়েছেন। তাই আমি থেকেও নেই। শুন্য পালকে আমি শুন্যে বিলায় বলেই ভালোবাসা আমার কারছে ধরা দেয়। বাবা -মা, বড় ভাই, তিন বোনের স্বামীদ্বয়, ও আমার শেষ আশ্রয়স্থল শ্বশুর-শাশুড়ি নেই। আছে তাঁদের বিশাল ছায়া। আমি বিচরণ করি শুন্যতার ভুবনে। তুমি আছো বলেই সুখ নামক শান্তিটাকে খুঁজে বেড়ায়। ভালোবাসার সাতকাহনে সবাইকে নাগালে পেলেও মায়া, প্রীতি ও ভালোবাসা রঙ বদলায়। আমরা কেমন যেন হয়ে যাচ্ছি। সব কিছুতে কিন্বা বা হেতুর রসমালা বিবরণে তুষ্টতা দেখি। এই যেমন বলা যায়…. তোমাকে যতবার দেখেছি, ততবার আকণ্ঠ/ডুবে গেছি জলের অতলে। সংশয়ের বিষধর সাপ ছোবলে ছোবলে/স্বপ্নকে শাসায়। আমি বাস্তবের কাছে বড্ড অসহায়। ক্ষমা করো সুদিনের আত্মহারা। কোথাও ভালোবাসা নেই, যা আছে তা নাম মাত্র।

পূর্ববর্তী নিবন্ধ‘আঁরার স্যার’
পরবর্তী নিবন্ধতবুও জীবন