সীতাকুণ্ডে বাসে মিলল ১৫ রাউন্ড গুলি

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৪:৩৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ঢাকামুখী যাত্রীবাহী একটি বাসের সিটের সামনে পানি রাখার বাক্সে লুকিয়ে রাখা ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার ঢাকাচট্টগ্রাম মহাসড়কের টেরিয়াইল বাজারে বাসে তল্লাশি চালিয়ে এ গুলি উদ্ধার করা হয়।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, বিকেলে মহাসড়কের টেরিয়াইল এলাকায় হাইওয়ে পুলিশের একটি দল পেট্রোল ডিউটি করছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চালক পুলিশের গাড়ি দেখে মহাসড়কের পাশে তার গাড়িটি থামান। পরে বাসের সুপারভাইজার মিজানুর রহমান দৌড়ে এসে বাসের ই৪ সিটের সামনে পানি রাখার স্থানে একটি পলিথিনে মোড়ানো সন্দেহজনক প্যাকেট পড়ে আছে বলে জানান। পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ আরো বলেন, পরে বিষয়টির সত্যতা যাচাইয়ে বাসের ভেতরে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো একটি বাক্স থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৩২ বোরের রিভলবারের ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতি বছর ২ লাখ ৯২ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার : সিপিডি
পরবর্তী নিবন্ধকালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে মাথা ফাটল ট্রাক শ্রমিকের