সীতাকুণ্ডে চোরাই কাঠসহ ট্রাক জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনে ৫ লাখ টাকার চোরাই কাঠসহ একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টায় মহাসড়কের কদমরসুল এলাকার সালেহ কার্পেট গেট থেকে চোরাই কাঠসহ ট্রাকটি জব্দ করা হয়।
ফৌজদার স্টেশনের স্টেশন কর্মকর্তা শাহেন শাহ নওশাদ জানান, পাচারকারীরা আমাদের ফাঁকি দিতে ট্রাকের নিচে কাঠ রেখে উপরে শুকনো খড়ের বস্তা বোঝাই করে। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কদমরসুল এলাকায় ট্রাকটিকে থামার সিগন্যাল দেওয়া হয়।
চালক সিগন্যাল উপেক্ষা করে কিছুদূর গিয়ে ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে কাঠসহ ট্রাকটি জব্দ করা হয়। ওই ট্রাকে ৫ লাখ টাকা মূল্যের গামারী কাঠ পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধকুলগাঁও বেপারীপাড়া অগ্নিদুর্গতদের মাঝে আসবাবপত্র বিতরণ
পরবর্তী নিবন্ধহিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ