সীতাকুণ্ডে আগুনে ৪ দোকান পুড়ে ছাই

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:৫৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে মধ্যরাতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২টি ফার্ণিচার,একটি ওষুধের ও একটি ফলের দোকান পুড়ে ছাই হয়েছে। সেই সাথে পুড়ে গেছে ৪টি দোকানের সমস্ত মালামালসহ নগদ টাকা। গত বুধবার দিবাগত রাত পৌনে ২টায় পৌরসদরস্থ একটি ফিলিং স্টেশনের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জয়নালের ফার্নিচার দোকানে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা টিটুর ওষুধের দোকান, ইলিয়াসের ফলের দোকান সহ পার্শ্ববর্তী একটি ফার্নিচারের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগে ৪ টি দোকানঘর ও সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এ আগুনে দোকান ঘর, মালামাল ও নগদ টাকা পুড়ে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধইডিইউতে প্লেসমেন্ট ডে শুরু আজ