সীতাকুণ্ডের সোহেল হত্যার আসামি রামগড় থেকে গ্রেপ্তার

| বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের কোরবান আলী সোহেল হত্যা মামলার ২ নম্বর আসামি আব্দুল মোমিন সুমনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার বিকেল চারটার দিকে খাগড়াছড়ি জেলার রামগড় থেকে তাকে আটক করা হয়। খবর বাসসের।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৮ মে সন্ধ্যায় সীতাকুণ্ড পশ্চিম মুরাদপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেনের পুত্র কোরবান আলী সোহেলকে ধারালো ছোরার আঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বাদী হয়ে ২৯ মে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যাকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার ২ নং আসামি দোয়াজীপাড়ার আব্দুল মান্নানের পুত্র আব্দুল মোমিন সুমনকে (২৮) খাগড়াছড়ি জেলার রামগড় থানা এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় চারটি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসি পরীক্ষা শুরু আজ
পরবর্তী নিবন্ধমওকুফ নয়, দুই পক্ষই চায় শাস্তি প্রত্যাহার