সিলেট থেকে এইচপি ক্যাম্প সরিয়ে আনা হলো ঢাকায়

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২০ জুন, ২০২২ at ১২:১৬ অপরাহ্ণ

প্রবল বন্যায় ভাসছে সিলেট-সুনামগঞ্জ। জীবন থমকে গেছে সিলেট ও সুনামগঞ্জবাসীর।

বন্যাক্রান্ত মানুষদের আবাসনে ছেড়ে দেয়া হয়েছে সিলেট স্টেডিয়াম। এ বিভীষিকাময় পরিস্থিতিতে সেখানে দেশের তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের প্রশিক্ষণ ক্যাম্প চালু রাখা অলীক কল্পনা। তাই বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের অবাসিক ক্যাম্প সিলেট থেকে সরিয়ে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

শনিবারই সিলেট থেকে রাজধানীতে এসে পৌঁছেছে এইচপির বহর। রাজধানীর হোটেল সোনারগাঁ প্যান প্যাসিফিকে অস্থায়ী আবাসিক ক্যাম্প চালু হয়েছে গতকাল থেকেই। এরই মধ্যে অনুশীলন শুরু হয়ে গেছে হোম অব ক্রিকেট শেরে বাংলায়।

জানা গেছে, ঈদের আগপর্যন্ত ঢাকায়ই হবে অনুশীলন। ঈদের পর এইচপির পুরো বহর চলে যাবে খুলনা স্টেডিয়ামে। সেখানে ১৪ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত হবে আবাসিক ক্যাম্প।

পূর্ববর্তী নিবন্ধরাতের ভারি বৃষ্টিতে সৃষ্ট জলজট সকালেও কমেনি, অফিসগামীদের দুর্ভোগ
পরবর্তী নিবন্ধবালক ও বালিকা বিভাগে বাঁশখালী এবং ডবলমুরিং জয়ী