সিপিডিএল পরিবারের ‘কানেক্ট টু ইনোভেট’ ডিজিটাল কার্যক্রম শুরু

| সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ৫:১৮ পূর্বাহ্ণ

প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উন্নয়নের লক্ষ্য নিয়ে আবাসন নির্মাণ প্রতিষ্ঠান সিপিডিএল ‘কানেক্ট টু ইনোভেট’ (ঈড়হহবপঃ ঃড় ওহহড়াধঃব) শিরোনামে ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করেছে। গত ৮ অক্টোবর জামালখানস্থ সিপিডিএলের কর্পোরেট অফিসে অবস্থিত সিপিডিএল হ্যাপিনেস গ্যালারিতে কানেক্ট টু ইনোভেট ডিজিটাল ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সিপিডিএলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, ডিরেক্টর রেজাউল করিম, চীফ ইঞ্জিনিয়ার তৈয়বুল আলম, চীফ বিজনেস অফিসার জিয়াউল হক খান সহ প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান ও অন্যান্য অফিসিয়ালগণ উপস্থিত ছিলেন। এসময় সিপিডিএলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন প্রযুক্তিগত অগ্রগতিকে প্রাতিষ্ঠানিক উন্নয়নের কাজে ব্যবহার করার নিমিত্তে নতুনভাবে চিন্তা ভাবনা এবং সেই সাথে ডিজিটাল উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রযুক্তির সন্নিবেশন ঘটানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এই ধরণের উদ্ভাবনী ইভেন্ট আয়োজনের জন্য তিনি ইভেন্টের সাথে সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন। লোগো উন্মোচনের মাধ্যমে ‘কানেক্ট টু ইনোভেট’ ডিজিটাল ক্যাম্পেইন কার্যক্রমের সূচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি পাহাড়তলী থানার প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধআতাউর রহমান কায়সার নির্মোহ নেতা হিসেবে সকলের কাছে সমাদৃত