আতাউর রহমান কায়সার নির্মোহ নেতা হিসেবে সকলের কাছে সমাদৃত

নগর যুবলীগের স্মরণসভায় ওয়াসিকা এমপি

| সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ৫:১৯ পূর্বাহ্ণ

আতাউর রহমান খান কায়সারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর যুবলীগের স্মরণসভায় তাঁর কন্যা আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও রাষ্ট্রদূত আতাউর রহমান কায়সার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় বঙ্গবন্ধুর নেতৃত্বে অবিচল থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগকে সুসংগঠিত করতে কাজ করেছিলেন। তাঁর অবদান দল ও চট্টগ্রামবাসীর কাছে অনুকরণীয় হয়ে থাকবে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে আমার পিতা আতাউর রহমান খান কায়সারের আদর্শ ও নিষ্ঠা যুবলীগ নেতাকর্মীরা যদি যথার্থই অনুসরণ করতে পারেন, তবে আজকের এই নেতাকর্মীদের মাঝ থেকে আরো অনেক আতাউর রহমান কায়সার সৃষ্টি হবে। এসময় সভাপতির বক্তব্যে মহানগর যুবলীগের আহবায়ক মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, আতাউর রহমান খান কায়সার ছিলেন আমাদের আওয়ামী রাজনীতির অভিভাবক ও দলের দুঃসময়ে স্বৈরাচার ও সামপ্রদায়িকতা বিরোধী আন্দোলনসহ ১/১১’র কঠিন সময়ে জননেত্রী শেখ হাসিনার মুক্তির আন্দোলনে সাহসী ভূমিকা পালন করেছিলেন। গত শুক্রবার মরহুমের চন্দনপুরাস্থ বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন নগর যুবলীগের সদস্য শাখাওয়াত হোসেন স্বপন। বক্তব্য রাখেন যুবলীগের সদ্য বিদায়ী সহ-সম্পাদক মো. সেলিম উদ্দিন, নগর যুবলীগের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরওয়ার মোরশেদ কচি, সাইফুল ইসলাম, একরাম হোসেন, মাসুদ রেজা, আবু সাঈদ জন, হেলাল উদ্দীন, অধ্যাপক কাজী মুজিব, রনজিৎ দে, হাবিব উল্লাহ নাহিদ, নুরুল আনোয়ার।

পূর্ববর্তী নিবন্ধসিপিডিএল পরিবারের ‘কানেক্ট টু ইনোভেট’ ডিজিটাল কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে কে বেকারির শোরুম উদ্বোধন