সিনেমা ছাড়ার কারণ জানালেন শাকিল খান

| মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৪১ পূর্বাহ্ণ

১৯৯৭ সালে ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়ক শাকিল খানের। ১০ বছরেরও কম সময় দারুণ জনপ্রিয়তা পান এই অভিনেতা। তবে দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন তিনি। খবর বাংলানিউজের।
বর্তমানে ব্যবসা ও সংসার নিয়েই তার ব্যস্ততা। শাকিল খানের স্ত্রী শারমিন হোসেন একজন নারী উদ্যোক্তা। তার একটি বুটিক হাউজ রয়েছে। ক্রেতাদের অনুরোধে গতকাল সোমবার স্বামীকে তিনি তার ব্যবসায়ীক ফেসবুক পেজ থেকে লাইভে আনেন। আর স্ত্রীর লাইভে সিনেমা থেকে দূরে থাকার কারণ জানান শাকিল খান এবং ব্যবসা করতে স্ত্রীকে উৎসাহও দেন তিনি। লাইভে এক দর্শক শাকিল খানকে প্রশ্ন করেন, তিনি কেনো এখন আর সিনেমায় অভিনয় করেন না? উত্তরে ‘বিয়ের ফুল’খ্যাত এই অভিনেতা বলেন, কারণ দেখাতে হলে অনেক কথা বলতে হয়। আপনারা জানেন, এক সময় সিনেমা ছিল বাংলাদেশে বিনোদনের সবচেয়ে বড় একটি মাধ্যম। কিন্তু এমন একটা সময় এলো, যখন সিনেমা নিয়ে মানুষের খারাপ ধারনা তৈরি হলো ও নির্মাণের মান খারাপ হলো। ঠিক তখনই আমি পেছনে চলে গেলাম। ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন শাকিল খান। চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামে একটি ক্লিনিক স্থাপন করেছেন তিনি, যেখানে দুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। তাছাড়া গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র নিয়েও কাজ করছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধআল্লুর মেকআপে সময় ব্যয় ৩ ঘণ্টা!
পরবর্তী নিবন্ধফরীদির গুণমুগ্ধ ছিলেন এটিএম শামসুজ্জামান