সিটি গেটে আটকে দেয়া হলো ১৭০ গাড়ি

নগর ছাড়ার চেষ্টা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ মে, ২০২১ at ৪:২০ পূর্বাহ্ণ

চলমান লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা না মেনে নগরী ছাড়ার সময় সিটি গেটে ১৭০টি যানবাহন আটকে দিয়েছে ট্রাফিক পুলিশ। যেগুলোর গন্তব্য ছিল ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে। গতকাল সোমবার সকাল থেকে শুরু হওয়া নগর ট্রাফিকের সাঁড়াশি অভিযানে এসব যানবাহন আটকে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন নগর ট্রাফিক (পশ্চিম) বিভাগের উপ-কমিশনার তারেক হোসেন।
ট্রাফিক বিভাগ জানায়, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা না মেনে এসব গাড়ি বিভিন্ন গন্তব্যে যাত্রা করছিল। সোমবার রাত পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭০টি যানবাহন আটক করা হয়।
টিআই (প্রশাসন-পশ্চিম) বিপ্লব কুমার পাল দৈনিক আজাদীকে বলেন, ‘করোনাকালীন সময়ে লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা না মেনে নগরী থেকে ঢাকাসহ নানা গন্তব্যে ছেড়ে যাওয়া ১৭০টি যানবাহন আটক করা হয়েছে। আগামী ঈদ পর্যন্ত এসব গাড়ি আটক থাকবে। আটক হওয়া এসব গাড়ির মধ্যে ২৩টি বাস রয়েছে। অন্যগুলো হাইচ, মাইক্রো ও প্রাইভেট কার।’

পূর্ববর্তী নিবন্ধযে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা
পরবর্তী নিবন্ধফুটপাতে নিম্নবিত্তের ভিড়