সিঙ্গাপুরের মুখোমুখি আজ বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্ব

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৭:২৯ পূর্বাহ্ণ

এএফসি অনূর্ধ্ব১৭ নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে আজ বাংলাদেশ। সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ‘ডি’ গ্রুপের দ্বৈরথের আগে বাংলাদেশ ও সিঙ্গাপুরের সংগ্রহ সমান ৩টি করে পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা (+)। বাংলাদেশ অবস্থান করছে দুইয়ে। ‘ডি’ গ্রুপে গত বুধবার তুর্কমেনিস্তানকে ৬০ গোলে হারিয়ে আসরে শুভসূচনা করে বাংলাদেশের মেয়েরা। একই দলের বিপক্ষে গত শুক্রবার ৭০ গোলে জেতে সিঙ্গাপুর।বাছাইয়ের পরবর্তী রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে আজকের ম্যাচে জিততেই হবে। এই ম্যাচে জয়ের বিকল্প অন্য কিছু নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন, ‘টুর্নামেন্টে পরবর্তী পর্বে খেলতে হলে আমাদের জিততে হবে। আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব’। ‘সিঙ্গাপুর ভালো দল। তাদের একাধিক কুশলী ফুটবলার রয়েছে। আমরা অবশ্য সেদিকে দৃষ্টি দিচ্ছি না। আমরা নিজেদের নিয়েই ভাবতে চাই, মনোযোগ দিচ্ছি নিজেদের স্বাভাবিক খেলার দিকে। নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারলে জয় নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করতে পারবো বলে আমি আশাবাদী,’ যোগ করেন ছোটন। কোচের সঙ্গে একমত অধিনায়ক রুমা আক্তারও। তিনি বলেন, ‘আমরা আগের ম্যাচের মতো এই ম্যাচে স্বাভাবিক খেলা খেলে জিততে চাই। দেশবাসী সবার কাছে দোয়া চাই। সিঙ্গাপুর খুব ভালো দল। তাদের কিছু কিছু খেলোয়াড় টেকনিক্যাল দিক থেকে খুব ভালো। আমরা সবাই সুস্থ আছি এবং কালকের ম্যাচের জন্য সবাই ফিট। আমরা যে ফুটবলটা খেলছি তাই খেলব। জেতার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী এবং আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচটা জেতা।’ এদিকে ম্যাচটিকে ঘিরে স্বাগতিক সিঙ্গাপুরের প্রবাসী বাংলাদেশি ফুটবল সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এমনকি এরইমধ্যে ম্যাচটির সব টিকিটও নাকি বিক্রি হয়ে গেছে। প্রবাসী সমর্থকদের একটি বড় অংশ ম্যাচটি উপভোগ করতে মুখিয়ে আছেন। বাংলাদেশের আগের ম্যাচেও প্রবাসী সমর্থকরা মাঠে উপস্থিত ছিলেন। প্রবাসীদের এই সমর্থন বাংলাদেশ দলের জন্য বড় শক্তি বলে মনে করেন হেড কোচ গোলাম রব্বানী ছোটন।

তিনি বলেন, ‘সিঙ্গাপুরে আমরা দেশি ভাইদের সমর্থন পাচ্ছি। এটা আমাদের জন্য বড় পাওয়া। আশা করি আগামীকালও (আজও) আমরা এই সমর্থন কাজে লাগিয়ে মাঠে জয় আদায় করব। ’

পূর্ববর্তী নিবন্ধইতিবাচক আগ্রাসী ক্রিকেটের পক্ষে হাতুরুসিংহে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে চারদিনের ম্যাচ আজ শুরু