চট্টগ্রামে চারদিনের ম্যাচ আজ শুরু

বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট সিরিজ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৭:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ এবং পাকিস্তান অনূর্ধ্ব১৯ ক্রিকেট সিরিজ শুরু হচ্ছে আজ। চার দিনের ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি। গতকাল নগরীর একটি হোটেলে এই সিরিজের ট্রফি উন্মোচন করা হয়। দু’দলের অধিনায়ক যথাক্রমে শাহরিয়ার সাকিব এবং সাদ বেগ সিরিজের ট্রফি উন্মোচন করেন। এসময় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারি খান রুবেল সহ বিসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ট্রফি উম্মোচন অনুষ্ঠানে দু’দলের অধিনায়ক সিরিজ জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব জানান পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতেছে তার দল। এরপর দুবাইতে আফগানিস্তানের বিপক্ষেও সিরিজ জিতেছে সাকিবরা। সেদিক থেকে এই সিরিজে নিজেদের ফেভারিট হিসেবে মানতেই পারে বাংলাদেশ। তবে সাকিব জানালেন তারা প্রতিটা সেশনে ভাল করে ম্যাচটা জিততে চান। প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কেও বেশ ভালো ধারণা আছে বাংলাদেশ অধিনায়কের। আর সেটাকে কাজে লাগাতে চায়। ২০২৪ সালে শ্রীলংকায় বসবে অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ। সে বিশ্বকাপকে সামনে রেখেই মূলত চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি। আর নিজেদের প্রস্তুতি ঠিক পথেই চলছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তবে আপাতত এই সিরিজ নিয়েই ভাবছে বাংলাদেশ দলপতি।

অপরদিকে পাকিস্তান অধিনায়ক সাদ বেগ মোটেও এই সিরিজটাকে প্রতিশোধের সিরিজ মনে না করলেও সিরিজ জিততে চান। বাংলাদেশ দল সম্পর্কে তার বেশ ভাল ধারণা রয়েছে তার। পাঁচজন পেসার, তিনজন স্পিনার নিয়ে এই সিরিজে খেলতে আসছে পাকিস্তান। তাদেরও চলছে বিশ্বকাপ প্রস্তুতি। আর সে প্রস্তুতিটা ভালো ভাবেই সারতে চায় পাকিস্তান। তাই বলা যায় দু’দলই এই সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিঙ্গাপুরের মুখোমুখি আজ বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসর্বনাশ ডাকছে দক্ষিণ কোরিয়া