সিএসইতে লেনদেন ৯.৯৯ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ জানুয়ারি, ২০২৪ at ১০:১৬ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৯.৯৯ কোটি টাকা। ২,৯৫৫ টি লেনদেনের মাধ্যমে মোট ২৯.১৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৯.৬১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৫৬৮.১৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.০৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০২.০৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৩.০৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৮০.৩৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৯.৯৮ পয়েন্ট বেড়েছে গতকাল, যা হলো ২,৬৩৩.৬৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৭৭,১৭৪.২২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৬,০৫৯.০৭ কোটি টাকা। সিএসইতে ৬৩৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৯ টির, কমেছে ২০ টির আর অপরিবর্তিত রয়েছে ৭২ টির।

পূর্ববর্তী নিবন্ধডিসেম্বরের মাস সেরা ক্রিকেটারের তালিকায় বাংলাদেশের তাইজুল
পরবর্তী নিবন্ধমিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫