মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫

| মঙ্গলবার , ৯ জানুয়ারি, ২০২৪ at ১০:১৭ পূর্বাহ্ণ

মিয়ানমারের একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে শিশুসহ ১৫ নাগরিককে দেশটির সামরিক জান্তা। হামলায় আহত হয়েছেন আরও ২০ জন। মিয়ানমারের উত্তরপশ্চিমাঞ্চলে জান্তা সরকার বিরোধীদের সঙ্গে লড়াই করছে। সমপ্রতি এসব অঞ্চলে বেশ কিছু শহর দখলে নিয়েছে বিদ্রোহী শক্তি গুলো। রোববার সকালে তামু জেলার খাম্পাত টাউনশিপের একটি গ্রামে বিমান হামলার এই ঘটনা ঘটে। খবর বাংলানিউজের।

নিহতদের মধ্যে আটটি শিশু রয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, গ্রামের দুটি গির্জাকে লক্ষ্য করে প্রথম বোমা হামলা চালানো হয়। নিহত বেশিরভাগই গির্জার থেকে পালানোর জন্য দৌড়াচ্ছিলেন। বিমান থেকে মোট ছয়টি বোমা ফেলা হয়েছে। বোমাগুলো গির্জার বাইরে এবং কয়েকটি বাড়িতেও আঘাত হানে। আরেকটি বোমা স্থানীয় কমিউনিটির স্কুলের কাছে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.৯৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইসরায়েলের হামলায় এবার হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত