সিএসইতে লেনদেন ৪.৬৮ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৪.৬৮ কোটি টাকা। ৩,৪০৮ টি লেনদেনের মাধ্যমে মোট ২৫.৮৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৬.৭৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৪০৫.৭৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৩২ পয়েন্ট কমেছে, যা হলো ১,৩০২.১৪ তে।

এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.১৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৬৪.৫১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর ৪০.৫৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৬৪৬.১০ পয়েন্ট।

গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৬৬,৭৫৭.৮৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৮,৪৯৫.৩৫ কোটি টাকা। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ২৯ টির, কমেছে ৫৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৩ টির।

পূর্ববর্তী নিবন্ধগোয়েন্দা উপগ্রহ এবার হোয়াইট হাউজ পেন্টাগনের ছবি পাঠিয়েছে : উত্তর কোরিয়া
পরবর্তী নিবন্ধ৭০০ নৌসেনা নিয়ে মিয়ানমারে চীনের তিন যুদ্ধজাহাজ